ভোরের আকাশে আজ বুধবার বৃষ্টির কোনোরকম লক্ষণ ছিল না। সূর্যি মামা উদিত হওয়ার পর রোদের তাপে গরম অনুভূত হচ্ছিল। কিন্তু হঠাৎ করেই বেলা পৌনে ১১টার দিকে আকাশ অন্ধকার হয়ে যায়। বিকট শব্দে বজ্রপাত হয়। এর কিছুক্ষণ পরে ঝমঝমিয়ে বৃষ্টি নামে। কিন্তু বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হয়নি। এক পশলা বৃষ্টি হয়ে আবার আকাশ থেকে অন্ধকার সরে যায়।
আবহাওয়ার এমন ভিন্নরূপ দেখে অনেকেই বলেন, এখনকার আবহাওয়ার মতিগতি বোঝা দায়। এই রোদ এই বৃষ্টি।